নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতবাড়ির পাশে রাতে আড্ডা মারতে নিষেধ করায় এক যুবক ও তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা আহত যুবক জিহাদ হোসেন (৩৯) ও তার মা রোসিনা বেগমকে (৭০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকার মকবুল শেখের ছেলে রিপন শেখের (৪৫) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী জিহাদ বলেন, আমার বোনজামাই পরিবার নিয়ে সৌদিআরব থাকেন। তাই বসতবাড়ি ঘরসহ জায়গা-জমি আমি দেখভাল করি। কিন্তু প্রতিবেশী রিপন শেখ রাতে বহিরাগত লোকজন নিয়ে বসতবাড়ির পাশে আড্ডা দেয়। প্রায় সময়ই অপরিচিত লোকজন নিয়ে আসে এবং বাগানের গাছ কাটার পাঁয়তারা করছে। আড্ডা দিতে নিষেধ করায় রিপন শেখ বাড়িতে এসে আমাকে ও আমার মাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এখন নিরাপত্তাহীনতায় সময় কাটাতে হচ্ছে আমাদের।
এ বিষয়ে রিপন শেখের কাছে জানতে চাইলে তার দাবী, জিহাদ হোসেন তাকে আগে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোঃ হাবিব জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।