নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির আয়োজনে ১৪৩২ বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ সোমবার বিকাল ৪টায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা শ্রীনগর স্টেডিয়াম চত্বরে এসে জড়ো হয়। পরে আনন্দ শোভাযাত্রাটি শ্রীনগর স্টেডিয়াম থেকে চকবাজার সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জীপ স্ট্যান্ড সংলগ্ন জমজম টাওয়ারের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, নুরুল ইসলাম পার্থ, যুবদল নেতা জাকির হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল হোসেন রনি, সাধারণ সম্পাদক রজিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
শ্রীনগরে বিএনপির আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
আগের পোস্ট