নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের স্ত্রী ফারজানা আক্তার লিজা (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার লিজার হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। গত সোমবার সকালে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও গ্রামে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেজগাঁও কবরস্থানে লাশ দাফন করা হয়। বিএনপি নেতা আবুল কালাম কানন মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।