নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অচেতন অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল বুধবার সকাল সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি সার্ভিস লেনের পাশ থেকে অচেতন ঐ ব্যক্তিকে উদ্ধার করা হয়। লোকটির নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।
স্থানীয়দের ধারনা মতে, লোকটি মানসিক ভারসাম্যহীন। বৃষ্টির মধ্যে সড়কের পাশে ঝোপ-জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে পারে। টানা বৃষ্টিতে ভিজে অনাহারে লোকটি অচেতন হয়ে পড়েছে বলে ধারনা করছেন তারা।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউএনও স্যার লোকটির চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদ হাসান বলেন, ধারনা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন। পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে কোন নেশাজাতীয় দ্রব্যের আলামত পাওয়া যায়নি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।