নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাবতলায় সরকারি খাল দখল করে বাড়ির দেয়াল নির্মাণ করা হচ্ছে। ওই এলাকার সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের বিরুদ্ধে এই দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। কিছুদিন আগে স্থানীয় ভূমি অফিস নিষেধ করলেও নিষেধ উপেক্ষা করে দেয়াল নির্মাণ কাজ শুরু করায় জনমনে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রীনগর ও দোহার সীমানাবর্তী দৃশ্যমান খালটি পানি নিষ্কাশনের একমাত্র স্থান। খালটির পশ্চিম পাড়ে ঢাকার দোহার উপজেলা ও পূর্বপাড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা। দোহারের ভূইয়া বাড়ির পূর্বপাশে খালটির প্রস্থে প্রায় পুরোটাই দখল করে আরসিসি পিলার দিয়ে ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, কিছুদিন আগে দেয়াল নির্মাণের কাজ শুরু হলে স্থানীয় ভূমি অফিস ও অত্র এলাকার লোকজন আপত্তি জানায়। এতে কিছুদিন কাজ বন্ধ থাকলেও আরো বেশি জায়গা দখল করে গত বৃহস্পতিবার পুনরায় কাজ শুরু করে ফরহাদ শেখ গং।
স্থানীয়রা বলেন, ফরহাদ শেখ পুনরায় দেয়াল নির্মাণ করছেন। এসময় তারা স্থানীয় ভূমি অফিসের নজরদারী নিয়েও প্রশ্ন তোলেন।
ভূইয়া বাড়ির পরিচয়ে মুক্তা বেগম নামে এক নারী বলেন, খালের জায়গায় দেয়াল নির্মাণ শুরু হলে এখানকার অনেকেই বাধা দেন। খালের জায়গা ফরহাদ শেখ কিভাবে ক্রয় করলেন? দুই উপজেলার মাঝখানের খালটি এভাবে দখল হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শুনেছি, সবাইকে ম্যানেজ করে এখন দীর্ঘ দেয়ালটির নির্মাণ কাজ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, এখানে দেয়াল নির্মাণ করা হলে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাবে। এতে দুই উপজেলার সীমানাবর্তী গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হবে।
মোঃ রবিউল নামে এক নির্মাণ শ্রমিক বলেন, বাড়ির মালিক নেই। তিনি কিছুক্ষণ আগে ঢাকা চলে গেছেন।
বাঘড়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা প্রিয়কাং সাহাকে কর্মস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে অফিস সহায়ক নাজমুল হাসান বলেন, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আরো বেশি জায়গা নিয়ে ফরহাদ শেখ গং পুনরায় দেয়াল নির্মাণের কাজ করছেন -এমন প্রশ্নের জবাবে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তবে এখনই ঘটনাস্থলে যাচ্ছি বলে, জানান তিনি।
এ বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি দাবী করেন, খালের ওই জায়গা ক্রয় করেছেন। দেয়াল নির্মাণের জন্য স্থানীয় ভূমি অফিস জায়গা মেপে দেওয়ার কথা বলেছেন।
আরো বেশি জায়গা নিয়ে কাজ চলমান আছে -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঢাকায় আছি। এলাকায় এসে এ ব্যাপারে কথা বলছি।
শ্রীনগরে সরকারি খাল দখল করে পুনরায় দেয়াল নির্মাণের অভিযোগ
আগের পোস্ট