নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতারণা করে সাদা কাগজে এক মাছ ব্যবসায়ীর স্বাক্ষর নিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি চেষ্টার অভিযোগ উঠেছে এক অসাধু প্রতারকের বিরুদ্ধে।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী বীরতারা গ্রামের মৃত ইন্তাজদ্দিন বেপারীর পুত্র আব্দুল জলিল (৬৮) জানতে পেরে তার এই স্বাক্ষরের বিষয়ে লিখিতভাবে অবহিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ বরাবর।
অবহিত পত্র সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ইন্তাজদ্দিন বেপারীর পুত্র আব্দুল জলিল (৬৮) জানান, জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সালেপুর গ্রামে তার বাড়ি। সালেপুর গ্রামের মৃত জানু হাওলাদারের পুত্র প্রতারক মোঃ বাবুল হাওলাদার (৬৫) এর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে কয়েক মাস পূর্বে আমাকে ভুল বুঝিয়ে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে উক্ত বাবুল হাওলাদার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে আব্দুল জলিল সরল বিশ্বাসে কয়েকটি সাদা কাগজে নিজের নাম স্বাক্ষর করে। পরবর্তীতে জানতে পারে যে, উক্ত বাবুল হাওলাদার, আব্দুল জলিলের স্বাক্ষর করা সাদা কাগজে বাবুল হাওলাদারের আপন বড় ভাই একই উপজেলার আবুল হাওলাদার (৭৫) এর বিরুদ্ধে সরকারি জমি দখল করে সেখানে অবৈধভাবে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ, রাস্তা দখল করা ইত্যাদি মিথ্যা ঘটনা লিখে একটি দরখাস্ত শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। উক্ত বাবুল হাওলাদারের এমন কার্যকলাপের কারণে সামাজিকভাবে আব্দুল জলিল হেয়প্রতিপন্ন হয়েছেন। এমতাবস্থায় আব্দুল জলিলের স্বাক্ষর করা বাবুল হাওলাদারের দায়েরকৃত দরখাস্তের জন্য সে কোনভাবেই দায়ী না থাকায় অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অবহিত পত্র জমা দেন ও শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
এ বিষয়ে আব্দুল জলিলের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে বলেছে, এখানে স্বাক্ষর দেন। সে বলে, দেন কোন সমস্যা হবে না। কি কারণে নিয়েছে আমি জানি না। ফোন করে বলে দিয়েছি আমি কিন্তু অভিভাবক হবো না, আমার কোন দরকার নাই।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিল আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে সত্য-মিথ্যা যাচাই করা হবে।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আলোচনা সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নিবো।
শ্রীনগরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে প্রতারণার অভিযোগ
আগের পোস্ট