নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় হাঁসাড়া পালবাড়িতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ। হাঁসাড়া লক্ষী মন্ডপ কমিটির সভাপতি পরমেশ্বর রাজবংশীর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোহন মোড়ল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির হুমায়ুন খালাসী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন রুবেল, সিফাত, শামীম, সোলায়মানসহ দলীয় নেতাকর্মীরা।