নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে আটক করেছে র্যাব-১১। গতকাল বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে শ্রীনগরের বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) এলাকার ইসমাইলের ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও তার ভাই নজরুল ইসলাম (৩২)।
র্যাব জানায়, গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জে পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) এলাকায় নিজ বাড়ির উঠানে পুরনো বিরোধের জের ধরে সৎ ভাইয়েরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। নিহত দিনু বেগম গালাগাল বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারি কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকে লাথি মারেন তারা। গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে মামলা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) সম্পর্কে তার সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
র্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।