নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোঃ শাহীন বেপারী (৩৫), তার চাচাতো ভাই সোহাগ (২০) ও সোবহান (৩৭)। তারা বর্তমানে চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগী মোঃ শাহীন বেপারী সিরাজদিখান থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, ওইদিন তার বাড়ির পাশে পিলার গাঁথার সময় স্থানীয় আসলাম, মোজাফ্ফর, হাসেন, সুরুজ, সাজ্জাদ, সবুজসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আসলাম দা দিয়ে সোহাগের মাথায়, মোজাফ্ফর কুড়াল দিয়ে সোবহানের মাথায় এবং হাসেন কুড়াল দিয়ে শাহীনকে আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়া হামলাকারীরা সবাইকে বেধড়ক মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।