মোঃ মোস্তফা : পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও মানুষ হত্যা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি সিরাজদিখান শাখা।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় সিরাজদিখান কেয়াইন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলা বাসস্ট্যান্ড থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিমতলা শিকদার কমপ্লেক্স রাস্তার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিরাজদিখান প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বলের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টির পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান যুগ্ম সমন্বয়ক আব্দুল হামিদুল্লাহ, মোঃ সিয়াম, আব্দুল কাদের, মোঃ নাঈম, মোঃ আতিক প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি, লাশের উপর বর্বর নৃত্য করেছে -এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।