নিজস্ব প্রতিবেদক : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” -এ শ্লোগানে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফছানা পারভীনের সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় এ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামসেদ ফরিদী ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা চিফ ইঞ্জিনিয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষাঅফিসার, উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।
সিরাজদিখানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
আগের পোস্ট