নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জের ধরে মোঃ রিয়াদ হোসেন (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আহত করার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের ইদ্রিস মিয়ার বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস মিয়ার ছেলে রিয়াদের সাথে তার চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী ইসমাইলের সাথে মিম নামের একটি মেয়েকে নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনায় গত ১ মার্চ বিকাল ৫টার দিকে ইসমাইলসহ ৪ জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। এই বিষয়ে বিবাদীদের সাথে অনেক কথা কাটাকাটি ও হুমকি ধমকির ঘটনাও ঘটেছে।
রিয়াদের বাবা ইদ্রিস মিয়া জানান, আমার ছেলের সাথে কারো কোন শত্রুতা নেই। কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে, আমি বুঝতে পারছি না। রাত সাড়ে ৩টার দিকে আমার ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে চলে যায়।
তার ভাই ইউনুস মিয়ার ছেলে ইসমাইলের সাথে বিরোধের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা জানি এবং থানায় একটি লিখিত অভিযোগও করেছি। কিন্তু এই ঘটনা কে বা কাহারা করেছে বুঝতে পারছি না। কারণ তাদের মুখ ঢাকা ছিল। কে বা কাহারা করেছে আমরা জানি না। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। প্রশাসনের লোকজন তদন্ত করে বের করবে কারা এই ঘটনার সাথে জড়িত।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।