নিজস্ব প্রতিবেদক : ১১ বছর পর নিজ কর্মস্থলে ফিরে আসলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম। দীর্ঘদিন পর তার ফেরার খবরে আনন্দে উদ্বেল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাকে।
গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর আয়োজনে প্রধান শিক্ষক ফারুকুল ইসলামকে ফুলের মালা ও তোরা দিয়ে বরণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে প্রধান শিক্ষক হিসেবে লতব্দী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন মোঃ ফারুকুল ইসলাম। কিন্তু ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি মামলা থেকে অব্যাহতি পান। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার পুনর্বহালের নির্দেশ দিলে চলতি বছরের ১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেন। বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষা চলায় তখন আনুষ্ঠানিকতা করা সম্ভব না হলেও গতকাল রবিবার তাকে বরণ করে নেয় বিদ্যালয় পরিবার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম বলেন, অনেক কষ্ট আর লড়াইয়ের পর আজ আবার আমার প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।