নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতিসহ কমিটির অন্যান্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে বিদ্যালয় পরিচালনাসহ বিদ্যালয়টির শিক্ষার মান ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, নবগঠিত এডহক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ শিক্ষক সদস্য সেলিনা পারভীন চাকলাদার, অভিভাবক সদস্য মেহেদী হাসান হিরা প্রমুখ।