তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া এখন সবার কাছে ব্যাংক ব্যালেন্সের চেয়েও দামি অ্যাকাউন্ট। নানা ধরনের ছবি, ভিডিও, চ্যাট, পোস্টে সাজানো থাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। যা বেহাত হলেই সর্বনাশ। আপনার ব্যক্তিগত চ্যাট বা ছবি দিয়ে হ্যাকাররা ব্ল্যাকমেইল করতে পারে। তাই তো হ্যাকারদের নজর সবসময় সোশ্যাল মিডিয়ার দিকে।
সম্প্রতি ১৬ মিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনা বেশ নাড়িয়ে দিয়েছে সবাইকে। ফোর্বসের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপল, ফেসবুক, গুগল, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার আইডি-পাসওয়ার্ড চলে গেছে ডার্ক ওয়েবে।
তবে আপনার সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না তা জানতে পারবেন খুব সহজে। আসুন এমন চারটি বিশ্বস্ত টুলের কথা জেনে নেওয়া যাক। যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন, আপনার ব্যবহারের পাসওয়ার্ড এখন পর্যন্ত সুরক্ষিত কি না।
হ্যাভ আই বিন পনড
জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড এরই মধ্যে ফাঁস হয়ে গিয়েছে।
গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার
গুগল অ্যাকাউন্টে যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কি না এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপদমুক্ত কি না, জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম। আপনার যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে এই পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোনটি পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুনর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে নিরাপদ থাকবে সোশাল অ্যাকাউন্ট, সেই পরামর্শও দেয়।
মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর
এটি উইনডোজ ব্যবহারকারীদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে, তবে তা জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।
গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল
আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে চলে যাচ্ছে না তো? এবার সেই তথ্য পেয়ে যাবেন অনায়াসে। গুগলের ডার্ক ওয়েব মনিটরিং ফিচারের কাজ হল, ডার্ক ওয়েব স্ক্যান করা। আর তাতেই জানা যায় আপনার ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ডগুলো সুরক্ষিত কি না। যদি আপনার কোনো তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে, তবে তা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।