নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে আবাদ করা আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় খুবই ভাল হয়েছে। এ বছর দাম কম হওয়ায় লোকসানের কবলে পড়ে কৃষকেরা হতাশায় ভুগছেন। তবে এ বছর আবহাওয়া অনুকূল হওয়ায় আলু আবাদ থেকে শুরু করে তোলা পর্যন্ত কোন প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়নি।
টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের কৃষক মোঃ শাহিন শেখ জানান, আমি এ বছর ৩০ একর জমিতে আলু আবাদ করেছি। আলু উৎপাদন করতে মণ প্রতি খরচ হয়েছে ৯০০ থেকে ১০০০ টাকা। কিন্তু বর্তমান আলুর বাজারদর প্রতি মণ সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। এই হিসেবে ৩০ একর জমিতে ৩০ লাখ টাকা লোকসান গুনতে হবে। তাই কৃষককে বাঁচাতে হলে বিদেশে আলু রপ্তানি করার উদ্যোগ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
গনাইসার গ্রামের কৃষক আখতার পাইক জানান, এ বছর আমাদের লোকসানের মুখ দেখতে হবে। বর্তমান বাজার দরে আলু বিক্রি করলে আমার ২০ লাখ টাকা লোকসান গুনতে হবে।
এ বছর আলুর দাম নিয়ে চিন্তিত প্রান্তিক কৃষকেরা।