নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম হোসেনের পুত্র। আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হবির পুত্র রাকেশ হোসেন (২৯), আকাশ হাসান (২৭) ও মিশুক হাসানের (৩১) বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে নাওপাড়া গ্রামে সোহাগের সাথে প্রতিবেশী রাকেশদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকেশ ও তার দুই ভাই আকাশ ও মিশুক ক্ষিপ্ত হয়ে সোহাগের ওপর হামলা চালায়। এতে সোহাগ গুরুতর জখম হয়।
ভুক্তভোগী সোহাগ হোসেন বলেন, তাদের মারমুখি আচরণ দেখে আমি দৌড়ে প্রতিবেশী জাকিরের ঘরে চলে যাই। সেখান থেকে তারা আমাকে বের করে মারধর করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করি।
আকাশ হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কথা কাটাকাটি হয়েছে। তবে কোন হামলার ঘটনা ঘটেনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
আগের পোস্ট