নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের দুর্ঘটনার কবলে ফেলে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গত শুক্রবার রাতে হাঁসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন। মামলায় বাসের মালিক, চালক ও হেল্পারকে আসামি করা হয়েছে। বিআরটিএ ডাটাবেজে থাকা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। বাসটি ফিটনেসবিহীন ছিল কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেদিনের দুর্ঘটনায় আহত হন ৮ জন। এর মধ্যে গুরুতর আহত ঝালকাঠি জেলার বাসিন্দা মোঃ শাহীন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে স্থানীয়রা গাড়িটি আটক করেন। এসময় পালিয়ে যান চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়।