নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা সুন্দলপুর খাঁন বাড়ির উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টায় উত্তর রায়পুরা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে সুন্দলপুর খাঁন বাড়ি বনাম পুরান গুপচর দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সুন্দলপুর খান বাড়িকে ১-০ গোলে পরাজিত করে পুরান গুপচর।
বিশিষ্ট সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন শেখ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক খাঁন, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবু, বেতকা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ খাঁন ও বেতকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর খাঁন, হারুন খান, সেলিম খান, বুলু মাঝি, তোফাজ্জল দেওয়ান প্রমুখ।