নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের পর্ণগ্রাফি মামলার দুই আসামিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গত শুক্রবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ সদর থানা থেকে আদালতে প্রেরণ করা হলে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালতের বিচারক। গ্রেপ্তারকৃতরা হলেন-
রোমানা রুবেল পারভেজ (৫০) ও আদনুন আক্তার অরনী (৩০)।
এর আগে চলতি বছরের মার্চ মাসের ১৬ তারিখ ভুক্তভোগী জার্মান প্রবাসী মুনাইয়া দেওয়ান সাথীর ভাই মোহাম্মদ সোহেল দেওয়ান বাদী হয়ে তিনজনকে আসামি করে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের বিচারক অভিযোগটি মুন্সীগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার মূল হোতা মামলার এক নাম্বার আসামি ভুক্তভোগীর প্রাক্তন স্বামী রোমানা রুবেল পারভেজ তার বর্তমান স্ত্রী আদনুন আক্তার অরনীর যোগসাজশে ভুক্তভোগীর ব্যক্তিগত গোপনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।