নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় শহরের শিলমন্দি এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ গোলজার হোসেন, জেলা জাতীয়তা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ তোতা মিয়া, সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ মীর।
পৌর ওয়ার্ড পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।