স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে লড়তে থাকা শন উইলিয়ামস দ্বিতীয় সেশনে তুলে নেন ফিফটি। জিম্বাবুয়েকে এনে দেন লিডও। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদি হাসান মিরাজের বলে উইকেট হারান তিনি। এর আগে ওয়েসলে মাধেভেরেকে বিদায় করেন খালেদ আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশ থেকে ১৭ রানে এগিয়ে আছেন তারা। লাঞ্চের পর মাঠে নেমে ৮৭ বলে পঞ্চাশ তুলে নেন উইলিয়ামস। তাকে সঙ্গ দেওয়া মাধেভেরেকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকফুটে খেলতে দিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। কিছুক্ষণ পর চার মেরে তাদের লিড এনে দেন নিয়াশা মায়াভো। লিডের পর টিকতে পারেননি উইলিয়ামস। ছক্কা মারতে গিয়ে জয়ের তালুবন্দি হন তিনি। ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫৯ রান করে ফেরেন সাজঘরে।
এর আগে দিনের শুরুতে বেন কারানকে ফিরিয়ে ১০৩ বলে করা ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। ৫৫ বলে ১৮ রান করে ফেরেন কারান। আরেক ওপেনার বেনেট ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করলেও নাহিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। জাকের আলিকে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফেরেন তিনি।
তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ এরভিন। তবে থিতু হয়ে থাকা জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট তুলে নেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে এরভিন ফিরলে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে।