নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সমবায় মার্কেটে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি হাজী আলাউদ্দিন মাস্টার।
সভাপতির স্বাগত বক্তব্যে তিনি বলেন, অনেক কষ্টে এ সমিতি প্রতিষ্ঠিত করেছি। কিন্তু কিছু লোক সুযোগ পেয়ে ১৫ বছর লুটপাট করে খেয়েছে। আমরা এসেছি এ সমিতিটিকে বাঁচাতে। এখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সদস্য এস এম ইজু রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন সমবায় সমিতির সদস্য মজিবুর রহমান, জিন্নত আলী, মিলন মিয়া, পিয়ার মোল্লা, আশরাফ হোসেন জন্টু, লেহাজউদ্দিন, আক্তার হোসেন, সেলিম মুন্সী, খবির হোসেন মাহমুদ, মিয়ার হোসেন, বালুচর ইউনিয়নের মোক্তার হোসেন, আলীনুর, কাদির মোল্লা, সৈয়দ হোসেন, ইছাপুরা ইউনিয়নের হাবু মোল্লা, হাজী মোহাম্মদ মুসা, রশুনিয়া ইউনিয়নের মোতাহার, সাহাদাত সিকদার, আজমির সিকদার, এ আর মানিক, সহিদ খান, মোঃ শেখ সিফাত ইসলাম জনি, সৈয়দ আতাহার পারভেজসহ সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ মার্কেটের ব্যবসায়ীগণ।
উল্লেখ্য, ১০টি সমিতির সমন্বয়ে সন্তোষপারা মৌজার ৭৫ শতাংশ জমির উপর ২৬ অক্টোবর ১৯২৭ সালে সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ স্থাপিত হয়।