নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজার ও চৌধুরী রোড শুলপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং আইন, ২০১৮ এর ১৫(১) ও ২৭ ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারী। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সিরাজদিখান দানিয়াপাড়ায় বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য (সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, সরিষার তেল, চানাচুর, সেমাই, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া) মানচিহ্ন ব্যবহারের জন্য লাইসেন্স/অনুমোদন গ্রহণ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ করায় আবির কনজ্যুমার প্রোডাক্টকে ২৫ হাজার টাকা ও শুলপুর চৌধুরী রোডে এল. এন মিলস (আর কে) লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই, ঢাকা প্রসিকিউটর ফিল্ড অফিসার মোঃ শহীদুল আলম ও সিরাজদিখান থানার এস আই আল-আমীন এর নেতৃত্বে একটি টিম। এছাড়াও প্রতিষ্ঠান ২টিকে বিএসটিআই কর্তৃক নির্ধারিত লাইসেন্স ও মানচিহ্ন ব্যবহারের অনুমোদন ব্যতীত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও প্যাকেজিং বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি কারখানায় খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারী।