◾ দীর্ঘ বছর ধরে সংস্কার করার উদ্যোগ নেই
◾ শত শত যাত্রী ভোগান্তির শিকার
◾ যাত্রীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ
মোঃ নাজির হোসেন : সদর উপজেলার মুন্সীগঞ্জ-কাটাখালী-মাকহাটী সড়কের বেহাল দশা। বেশ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটির একাধিক স্থানে বড় বড় গর্তসহ খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় এ পথে চলাচলকারী শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া সড়কটি খানাখন্দে ভরা থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ-কাটাখালী-মাকহাটী সড়কের মুন্সীগঞ্জ পৌরসভার সার্কিট হাউস থেকে কাটাখালী-ঋষিবাড়ি হয়ে নুরাইতলী, লোহারপুল, সাতানিখিল, বাগেশ্বর বাজার এলাকা ও ঘাসিপুকুর পাড় এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকার প্রতিটি পয়েন্টে খানাখন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয় গ্রামবাসী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহর থেকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন, টঙ্গীবাড়ী উপজেলার আলদী বাজার, পুরা ও দিঘীরপাড় বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। পৌরসভার সীমানা শেষে সদর উপজেলার মহাকালী ইউনিয়ন হয়ে মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দিয়ে আলদী বাজার লিং রোড এবং মাকহাটী বাজারের উপর দিয়ে সড়কটি দুই দিকে গিয়ে মিশেছে। মাকহাটী বাজারের পূর্বদিকে চরডুমুরিয়া সড়ক ও পশ্চিমে আলদীবাজার-দিঘীরপাড় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। জেলা শহরের সঙ্গে যোগাযোগের জন্য সদর ও টঙ্গীবাড়ী এই দুই উপজেলার মানুষের কাছে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা গেছে, গত কয়েক বছর আগে সড়কটি পৃথকভাবে সংস্কার করে মুন্সীগঞ্জ পৌরসভা ও এলজিইডি। এরপর দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রীরা জানান, পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সার্কিট হাউস থেকে ৬নং ওয়ার্ডের ঋষিবাড়ি পর্যন্ত, সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পূর্ব পাশ দেবে গিয়ে কাত হয়ে গেছে সড়কটি। এছাড়া বাগেশ্বর বাজার পর্যন্ত ছোট-বড় গর্তসহ বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা সড়কটির বেহাল অবস্থার কথা এলজিইডি কর্তৃপক্ষ অবহিত থাকলেও রহস্যজনক কারণে সংস্কারের উদ্যোগ না নিয়ে নিশ্চুপ রয়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করার সময় যাত্রীরা ভোগান্তির শিকার হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বকাঝকা দিচ্ছেন।
পলাশ শেখ নামে এক যাত্রী বলেন, সদর ও টঙ্গীবাড়ী উপজেলার সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। তাই সড়কটির বেহাল অবস্থা থাকায় ছোট-বড় সবাই অসন্তোষ প্রকাশ করছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, সার্কিট হাউস থেকে কাটাখালীর ঋষিবাড়ি পর্যন্ত প্রায় সোয়া ১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই করুণ। সড়কের মাঝে মাঝে কার্পেটিং উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। আবার কোথাও পানি জমে রয়েছে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোট কাটাখালী এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মোঃ রোমান হোসেন বলেন, আমার বাড়ি কাটাখালী এলাকায়। প্রতিদিন এ সড়কে যাতায়াত করতে হয়। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে, কোন অটো সেখান দিয়ে যেতে তালবাহানা করে। আর শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয় এই সড়কটিতে। তাই এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানাই।
স্কুল শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। অথচ সড়কটি সংস্কার করার উদ্যোগ না নেওয়ায় দেশে প্রশাসন বলতে কেউ নেই বলে মনে হয়।
মুন্সীগঞ্জ পৌরসভার সীমানা পর্যন্ত সড়কটির বেহাল দশা প্রসঙ্গে পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, সড়কটির আপাতত সংস্কার কাজ করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই সড়কের দেড় কিলোমিটার এলাকার খানাখন্দ দ্রুতই সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, পৌরসভার সীমানার বাইরে সড়ক সংস্কার কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শুনেছি, তারাও পৃথক প্রকল্প তৈরী করে মেরামতের প্রক্রিয়া গ্রহণ করেছে।