নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রিমার্ক কোম্পানির প্রবেশ গেটে জমি লিখে নেওয়া ভুক্তভোগী পরিবারের আমরণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৭টায় কোম্পানির অফিস সংলগ্ন গেটে শান্তিনগর গ্রামের মৃত হাজী আদম আলীর স্ত্রী আমেনা বেগম, মেয়ে আয়েশা বেগম, রাবেয়া বেগম, নাতি ওমর ফারুক, নাতনি মিনা ও মনিরাসহ এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়। অবস্থান, প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা নিজেদের দাবি তুলে ধরেন।
ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী এক ঘণ্টা কোম্পানির প্রধান প্রবেশ গেট বন্ধ করে রাখে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, দুই পক্ষের সাথে আমার কথা হয়েছে। বিকালে বসে সমাধান করবো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।