নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের মিথ্যা ও গভীর ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠকমেলা ও আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রনিতিধির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
প্রধান অতিথির বক্তব্যে মীর সরফত আলী সপু বলেন, ড. মাহামুদুর রহমান একজন সৎ ও নির্ভীক সাংবাদিক ও সম্পাদক। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের অপরাজনীতি ও স্বৈরশাসকের বিরুদ্ধে আপোসহীন প্রতিবাদের দিকপাল ব্যক্তিত্ব।
তিনি অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান, অন্যথায় ঢাকা-মাওয়া রোডে অচল করে দেওয়া হবে।
তিনি আরো বলেন “কোন বাহানায় কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনি তফসিল ঘোষণা করুন, জাতির সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে”।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী, কোলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম, বাড়ৈখালী ইউনিয়নের হাফিজুর রহমান, বাদল, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা সদস্য সচিব শামসুল হক, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, তাঁতিদলের আহ্বায়ক শাহ আলম হাওলাদার, মৎস্যজীবীদের সভাপতি মুসা, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা, অভি, সদস্য মতি শেখ, ওমর ফারুক বাবু, সোহেল মাদবর, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, নারী ও শিশু অধিকার ফোরাম বাড়ৈখালী ইউনিয়ন কমিটির সভাপতি নাছির মাস্টার, সদস্য সচিব রাজিব মেম্বার, তাঁতিদলের আহ্বায়ক সোলাইমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব ফয়সাল আলীসহ শ্রীনগর, আমার দেশ পত্রিকার লৌহজং উপজেলা প্রতিনিধি আবু নাছের খান লিমন, যমুনা টিভির প্রতিনিধি সুব্রত দাস রনক, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাবেদুর রহমান যুবায়ের, বাংলা টিভির প্রতিনিধি মোঃ মোস্তফা, সিরাজদিখানে কর্মরত সাংবাদিক ও সিরাজদিখান শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। এ মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।