নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া থানার দ্রুত ও মানবিক উদ্যোগে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোর তিনদিন পর ফিরে পেয়েছে তার পরিবারের সান্নিধ্য।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ওই কিশোরকে তার মা মাকছুদা বেগমের কাছে হস্তান্তর করেন। নিখোঁজ কিশোরের নাম দাউদ হোসেন (১৫)। সে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালুয়াকান্দি গ্রামের মুজিব রহমানের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, গেল শুক্রবার সে নিখোঁজ হয়। গত শনিবার গজারিয়া থানা এলাকায় দাউদকে স্থানীয় কয়েকজন তার অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ করেন এবং বিষয়টি গজারিয়া থানাকে জানিয়ে তারা নিজেরা বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরকে থানায় নিয়ে যান।
পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে থানায় আনার পর তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাকে কিছু জিজ্ঞেস করলে শুধু নাম আর বালুয়াকান্দি এলাকা বলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো বিজ্ঞপ্তির ছবি মিলিয়ে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে তার মা ছেলের ছবি দেখে শনাক্ত করেন। গতকাল রবিবার বিকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ছেলেকে ফিরে পাওয়া প্রসঙ্গে মাকছুদা বেগম বলেন, আমার ছেলে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজ করেছি। পরে জানতে পারি, সে গজারিয়া থানায় আছে। পুলিশের সহায়তায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। তদন্ত ওসি সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ।
ভবেরচর এলাকার কয়েকজন জানান, গত শনিবার রাতে ভবেরচর এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। ছেলেটি ভালো করে ঠিকানা বলতে না পারায় আমরা পুলিশের সহায়তা নিই। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিয়েছে -এটা সত্যিই প্রশংসনীয়।