নিজস্ব প্রতিবেদক : গতকাল রবিবার মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।