নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় একটি কাভার্ড ভ্যানের বডি থেকে কেবিন ছিটকে সড়কের ওপর পড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত নেই। অল্পের জন্য ওই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার রক্ষা পেয়েছেন বলে জানান হাইওয়ে পুলিশ।
গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা নামক এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ শওকত হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে গাড়িটি সরিয়ে দেই। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।