নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ জুলাই ঢাকার মহাসমবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌর মার্কেটের জেলা অফিসে এই প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম মাওলানা ফখর উদ্দিন রাজি, জেলা সহকারী সেক্রেটারি আঃ মালেক, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ ইব্রাহিম দেওয়ান, মোঃ আক্তার হোসেন, মোঃ আরশাদ আলী ঢালী, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েত উদ্দিন, এইচ এম বায়েজীদ, মাওলানা আবু ইউসুফ, মোখছেদুর রহমান, খিদির আব্দুস ছালাম, আহসান উল্লাহ মন্ডল, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার, টঙ্গীবাড়ী উপজেলার আমির মাওলানা আব্দুল বারী, গজারিয়া উপজেলা আমির মাওলানা নুরে আলম, সিরাজদিখান উপজেলার আমির মোঃ কবির হোসেন, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা গোলাম জিলানী, নায়েবে আমির মোঃ জামাল উদ্দিন, শ্রীনগর উপজেলার সেক্রেটারি নুর জামান মীর, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মোঃ উজ্জ্বল হোসেন।
এসময় প্রধান অতিথি আ জ ম রুহুল কুদ্দুস সকল নেতাকর্মীদেরকে আগামী ১৯ জুলাই ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১৯ জুলাই হবে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক জনসমাবেশ।