নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের পথে ফিটনেসবিহীন বাস সরিয়ে নিতে চালু হচ্ছে বিশেষ ঋণ ও অনুদান সুবিধা, পাশাপাশি চালু হলো ‘র্যাপিড পাস’ কার্ড।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রোববার সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র্যাপিড পাস’ কার্ড কার্যক্রম উদ্বোধনকালে জানিয়েছেন, “ফিটনেসবিহীন গণপরিবহন সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের জন্য বিশেষ রেয়াতি সুদে ঋণ ও অর্থ অনুদানের ব্যবস্থা করা হবে।”
ফাওজুল কবির খান আরও যোগ করে বলেন, “দ্রুতই সব ধরনের গণপরিবহনে ‘র্যাপিড পাস’ কার্ড চালু করা হবে। একই অনুষ্ঠানে গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচলকারী বিআরটিসির ১০টি বাসে ‘র্যাপিড পাস’ চালুর উদ্বোধনও করা হয়। উদ্বোধনী দিনে ৫টি বাস প্রদর্শন করে বিআরটিসি।”
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবা উন্নত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন অপসারণে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।