নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুসার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ গোলজার আমীন, লতব্দী ইউনিয়নের সভাপতি আলম বেপারী, বয়রাগাদী ইউনিয়নের সভাপতি আল আমীন, কোলা ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক, রাজানগর ইউনিয়নের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক কাজী মোঃ সেন্টু, বালুচর ইউনিয়নের সভাপতি সামসুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নিজাম মুন্সী, বাসাইল ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক রানা, ইছাপুরা ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়া, রশুনিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, মালখানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এখন স্পষ্টভাবে জনসমক্ষে এসেছে। এই ষড়যন্ত্রের জবাব দিতে আমরা রাজপথে আছি এবং থাকব।