নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কুকুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য আসাদ হাওলাদারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পাকা রাস্তার জায়গা দখল করে বাড়ির ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনা, ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণেও নানা ব্যাঘাত পোহাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি রাস্তা ঘেঁষে বিশাল দেয়াল নির্মাণ করার কারণে যানবাহন চলাচল করতে পারবে না। রাস্তা প্রশস্ত করার পথও বন্ধ করে দিচ্ছে ইউপি সদস্য আসাদ হাওলাদার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ইউপি সদস্য আসাদ হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি রাস্তা দখলের প্রশ্নই আসে না। আমার জায়গায় রাস্তা। আমার জায়গায় আমি বাড়ির দেয়াল নির্মাণ করছি।
এ বিষয়ে কুকুটিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।