নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রীর জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি চক্র। গত বুধবার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া মৌজাস্থলে পৈতৃক মালিকানা সূত্রে ভোগ দখলকৃত ওই জমিতে লাগানো ফলজ গাছপালা কেটে সাবাড় করে দিয়েছে চক্রটি। জমির মালিক নাসিমা আজিজকে তার স্বামীর ব্যবসায়িক কাজের প্রয়োজনে ঢাকা-চট্টগ্রামে বসবাস করতে হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার বাসিন্দা। ফলজ গাছ কাটার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই আনুমানিক রাত ৯টায় স্থানীয় মৃত লাল মিয়া শেখের ছেলে নুরু মিয়া শেখ এবং তার ছেলে হাবু মিয়া শেখ ও শাহিন শেখ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলে। এতে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় আতঙ্কে তাদের দিন কাটছে।
এদিকে এ বিষয়ে স্থানীয় নুরু মিয়া গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী নাছিমা আজিজ।
এ বিষয়ে নাসিমা আজিজের স্বামী আব্দুল আজিজ বলেন, বেশ কিছুদিন ধরে ওই এলাকার নুরু মিয়া গং জমির গাছপালা কেটে সাবাড় করে দিচ্ছে। সেই সঙ্গে সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা করে। এ বিষয়ে আমি আইনি সহায়তা কামনা করছি।
এলাকাবাসী জানান, নাছিমা তাদের বাবার ক্রয়কত সম্পত্তিতে দেয়াল দিয়ে সেখানে তারা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে চাষাবাদ করছে। এখানে বেশ কিছু গাছ ছিল। গাছগুলো কেটে ফেলা হয়েছে। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।