নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা কবরস্থান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহিম (৪০) নামে এক যুবককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। পরে তার বিরুদ্ধে মামলা রুজু করে মুন্সীগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার হলদিয়া গোয়ালীমান্দ্রা মৌছা কবরস্থান সংলগ্ন এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
লৌহজং থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা থেকে জানা যায়, মোঃ আব্দুর রহিম, পিতা- মৃত সদর আলী লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় এলাকাবাসী জানান, রহিমকে এর আগে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার করা হয়েছিল। বেশ কিছুদিন জেল খেটে এসে আবার বেপরোয়াভাবে মাদক কারবার শুরু করেছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। টাকা দিয়ে জামিনে বের হয়ে আবার ব্যবসা শুরু করে। পুলিশের তথ্য অনুসারে এস আই নাদিম মুন্সীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে আব্দুর রহিমকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গণি জানান, লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা মৌছা কবরস্থান সংলগ্ন এলাকা থেকে আব্দুর রহিমকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মুন্সীগঞ্জ জেলা বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।