আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী নিবাসী বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক, জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম (সেলিম মাস্টার) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গতকাল বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। একজন সামাজিক, সজ্জন মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন তিনি। সামাজিক যে কোন কাজেই প্রথম সারিতে উনাকে পাওয়া যেত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সর্বস্তরের জনগণ। পরিবার সূত্রে জানা যায়, মরহুমের জানাজা নামাজ আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বালুয়াকান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।