নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে হামিদা মুস্তফাকে পদায়ন করা হয়েছে। গত ২১ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা থেকে জারিকৃত অফিস আদেশের মাধ্যমে তাকে গজারিয়া উপজেলায় পদায়ন করা হয়।
জানা গেছে, তিনি আজ মুন্সীগঞ্জ জেলায় যোগদান করবেন। নতুন এই বদলির অফিস আদেশ প্রকাশ করা হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক জারি করা অফিস আদেশে। বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে গজারিয়ার প্রশাসনে নতুন উদ্যম ও স্বচ্ছতা আশা করা হচ্ছে, নতুন এই ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার হামিদা মুস্তফা এসিল্যান্ডের দায়িত্ব পালনের মধ্য দিয়ে গজারিয়া উপজেলার মানুষ সেবা পাবে।