নিজস্ব প্রতিবেদক
মহামারী করোনার পাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া বাইতুল জামে মসজিদে জুম্মা নামাজের আগে আগত মুসল্লীদের সাথে মতবিনিময় করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। গতকাল শুক্রবার দুপুর ১টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া বাইতুল শরিফ জামে মসজিদে আগত মুসল্লীদের সাথে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, সারা বিশ্বব্যাপী করোনা মহামারী। এই মহামারীতে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। করোনা মহামারী প্রতিরোধ করতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। বিনা প্রয়োজনে বাড়ির বাহির হওয়া যাবেনা। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনি আপনার পরিবারের জন্য পবিত্র নিয়ামত। আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের সবাই আক্রান্ত হবে। আসুন, আমরা স্বাস্থ্য সচেতন হই। এসময় তিনি উপজেলার প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের প্রতি ওয়াক্তে মুসল্লীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার আহ্বান জানান। পবিত্র জুম্মার নামাজ পরিচালনা করেন রাজদিয়া বাইতুল শরিফ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সোলাইমান হাবিব কাসেমী।