ক্রীড়া ডেস্ক
হেডিংলি টেস্টের চতুর্থ দিনে এখনও ১৩৯ রানে পিছিয়ে আছে ভারত। ম্যাচের প্রথম ইনিংসে ভরাডুবির পরে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করছেন পুজারা-কোহলি। তাদের ব্যাটে চড়ে লিড শোধ করে টার্গেট নেওয়ার লক্ষ্যে নামবে ভারত। লিডসে আজ চতুর্থ দিনে ৯১ রানে দিন শুরু করবেন চেতেশ্বর পূজারা। ৪৫ রানে ব্যাট করতে নামবেন দীর্ঘদিন বড় স্কোর গড়তে না পারা বিরাট কোহলি। এদিন শুরুতেই নতুন বল নিতে পারেন ইংলিশ অধিনায়ক জো রুট। ভারত প্রথম ইনিংসে অল্পতে গুটালেও দ্বিতীয় ইনিংসে ৩৫৪ রানের বোঝা কাঁধে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েছে। দুর্দান্ত শুরু করে রাহুল ফিরলেও একপাশ আগলে ফিফটি আদায় করেছেন রোহিত শর্মা। অবশ্য ব্যক্তিগত ৫৯ রানে রবিনসনের বলে এলবি হয়ে ফিরেন তিনি। পরে চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলি সারাদিন পার করেছেন কোনোরকম বিপদ ছাড়াই। শতক থেকে দূরে থাকা পুজারা রান পাচ্ছিলেন না বেশ কিছুদিন ধরে। আর ব্যাট হাতে নিজের নামের মান রাখতে পারছিলেন না বিরাট কোহলিও। তবে দল যখন ইনিংস হারের শঙ্কায় ছিল তখন হাল ধরলেন তারা দু’জনে। ইংলিশদের হয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন ও ক্রেগ ওভারটন। আজ হয়তো তাদের লক্ষ্য থাকবে ভারতে যতটা সম্ভব দ্রুত গুটিয়ে দেওয়া।
কোহলি-পুজারার ব্যাটে আশা দেখছে ভারত
আগের পোস্ট