নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন এলাকার ঘরবন্দী নানা পেশার অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও আধা কেজি করে তেল বিতরণ করেছেন।
গতকাল বুধবার দুপুরে ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একহাজার অসহায় পরিবারের মধ্যে ৫ শত পরিবারে ত্রাণ দিয়েছেন চেয়ারম্যান লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, মানবিক সহায়তা কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণী ও পশু কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান লিটন বলেন, এমপি মহোদয় বলেছেন, কেউ না খেয়ে থাকবেনা। ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া সবার দায়িত্ব। প্রধানমন্ত্রীর অঙ্গীকারে কাজ করছি। এমপি মহোদয় উৎসহ, অনুপ্রেরণা দিয়েছে। তিনি বলেছেন আমার জেলায়, থানায়, ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না। তোমাদের আমাদের সকলের দায়িত্ব এক হয়ে কাজ করা। চেয়ারম্যান লিটন আরও বলেন, এলাকার সিএনজি, রিক্সাচালক ও ভাসমান ভাড়াটিয়াসহ ৫ শত পরিবারকে গতকাল বুধবার ত্রান দেয়া হয়েছে। পরবর্তী দিন বাকী ৫ শত পরিবারকে ত্রাণ দেয়া হবে।