নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পূর্বপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিএডব্লিউটিএ)। এসময় নদী দখল করে নির্মাণ করা ২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানা গেছে, ইমামপুর ইউনিয়নে সীমানাধীন নদীর এই অংশে কোথাও পিলার উঠিয়ে আবার কোথাও লাল পতাকা টানিয়ে নদীর জায়গা চিহ্নিত করা হয়। এরপর অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে টানা দুইদিন মাইকিং করা হয়। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয় যা আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলবে।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে আমরা এখানে এসেছি। দুইদিনের অভিযানের প্রথমদিন বুধবার বিআইডব্লিউটিএ’র জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে এমন ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গজারিয়ায় ফুলদী নদীর তীরে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২৫টি অবৈধ স্থাপনা
আগের পোস্ট