নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজমুল হোসেন। তিনি জানান, ইউনিয়নটির বিভিন্ন গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার সকালে ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে আটা ও ডাল, এক প্যাকেট করে লবণ বিতরণ করেন তিনি।