নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে হোন্ডার রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায় সূচনা করতে মুন্সীগঞ্জে হোন্ডার রপ্তানি বাণিজ্য-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট কোম্পানি লিমিটেড (বিএইচএল) মুন্সীগঞ্জ গজারিয়া ফ্যাক্টরি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ওই রপ্তানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের অবদানকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এবং স্থানীয় সরবরাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং মোটরসাইকেল ব্যবসার মাধ্যমে দেশের কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শিগেরু মাৎসুজাকি (Shigeru Matsuzaki), চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান ও চিফ প্রডাকশন অফিসার হিরোকি ইয়াসুনাগা (Hiroyuki Yasunaga)।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শিগেরু মাৎসুজাকি বলেন, আমরা দুটি মূল পদক্ষেপ নিচ্ছি- স্থানীয় সরবরাহ বৃদ্ধি ও রপ্তানি শুরুর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন। আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনীতিতে সহায়তা করা এবং মোটরসাইকেল ব্যবসার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।
উল্লেখ্য বিএইচএল ২০২৪ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে গুয়াতেমালায় এক্স-ব্লেড মডেলটি বিমান পথে প্রেরণ করেছে। এই সফলতার সাথে ৩ সেপ্টেম্বর সমুদ্রপথে রপ্তানি যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং আফ্রিকায় রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।