নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে গজারিয়া কোভিড-১৯ ভ্যাকসিনের দৈনিক নিয়মিত ১ম ডোজ প্রদানে শীর্ষে রয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে ঘুরে দেখা যায়, কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য বিভিন্ন শ্রেণীর নারী- পুরুষের উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইন। তবে আগের মত আর রৌদ্রের উত্তাপ মাথার উপর নেই। টিনের ছাউনী আর তাঁবু টানিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে টিকা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে ভ্যাকসিন দেওয়ার কাজ করে যাচ্ছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ৭ সেপ্টেম্বর একদিনের ১ম ডোজের নিয়মিত ভ্যাকসিন প্রদান করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৮৩৪টি, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০৪৫টি, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪৯০টি, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬১০টি, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৬৭টি, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪২০টি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শামছুল আলম বলেন, আমাদের সকল স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় সর্বোচ্চ টিকা প্রদান করা সম্ভব হয়েছে। সেইসাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয় বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানকে যার ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হয়েছে টিনের ছাউনী ও টানানো হয়েছে তাঁবু।