নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহীতে ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম হাওলাদার এর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৭০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক উপহার প্রদান করা হয়েছে। গতকাল রবিবার ১০মে সকাল ৬টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল তার নিজ গ্রামে এই মানবিক উপহার প্রদান করেন তিনি। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গরুর মাংস ও একটি করে সাবান দেওয়া হয়। এছাড়াও লকডাউনে থাকা ১১টি পরিবারকে আলাদাভাবে উপহারগুলোর পাশাপাশি সবজি দেওয়া হয়। এসময় মোঃ নজরুল ইসলাম হাওলাদার ছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, বঙ্গ টিভি স্টাফ রিপোর্টার আনিসুর রহমান, হাফেজ রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এর আগে তিনি গত ৫ এপ্রিল ইউনিয়নটির ৬ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।