নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া যাওয়াকে কেন্দ্র করে চার সন্তানের জননী খুন হয়েছেন। নিহত খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার বেপারীর সাথে প্রতিবেশী রমজান বেপারী গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে গত রবিবার সন্ধ্যায় দু’পক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশী রমজান, আলী, আনোয়ার, অভি হামলা চালালে তাদের হামলায় গৃহবধূ খাদিজা বেগম নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজান গংরা প্রথমে খাদিজাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তারপর রমজান খাদিজা বেগমের পেটে লাথি মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মেম্বার জানান, রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হন খাদিজা। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মাহবুব আলম বলেন, পারিবারিক কলহ ও তুচ্ছ বিষয় নিয়ে গৃহবধূকে মেরে ফেলার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে নিহতের স্বামী মুক্তার বাদী হয়ে গতকাল সোমবার সকালে টঙ্গীবাড়ী থানায় মামলা করে। এই মামলায় গতকাল সোমবার দুপুরে ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।