নিজস্ব প্রতিবেদক
টঙ্গীবাড়ীতে পদ্মাঞ্চলে বন্যার পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন।
গতকাল মঙ্গলবার উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম নৌপথে ঘুরে দেখেন। এসময় তিনি পদ্মা নদীর পাড়ে বসবাসরত পরিবাররের খোঁজখবর নেন। তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ স্বপন মাতব্বর, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কাউছার আহম্মেদ সোহেল মিজি, ইউপি সদস্য মোঃ খোকন হালদার, এনায়েতুল্লাহ খান প্রমুখ।
স্থানীয়রা জানান, প্রতিবছরই এই উপজেলার পদ্মা নদীতে ভাঙন দেখা দেয়। রাক্ষসী পদ্মায় গিলে খাচ্ছে বহু পরিবারের বসতঘর। নিঃস্ব হচ্ছে কয়েকশত পরিবার। তৎকালীন সরকার পদ্মা নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেও এই ভাঙন বন্ধ করতে পারেনি। এই অঞ্চলে নদী ভাঙন বন্ধের জন্য বেড়ি বাঁধ নির্মাণের কাজ শুরু করলেও এখনও তা দৃশ্যমান নয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর জানান, উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন জানান, উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করা হবে।