নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে টঙ্গীবাড়ী উপজেলাসহ মুন্সীগঞ্জ জেলা। এই দুঃসময়ে থেমে গেছে জনজীবন ও সকল কার্যক্রম। চরম অসুবিধার মাঝে থাকলেও কাউকে কিছু বলতে পারছেনা কিছু সুবিধাবঞ্চিত মানুষ। লোক লজ্জায় কষ্টগুলো নিজেদের মধ্যেই চেপে রাখে তারা। সেই সমস্ত পরিবারের কথা ভেবে দেশের ক্লান্তিলগ্নে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সমাজসেবক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা ইউনিয়নের ৬ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। এসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়। ত্রাণ জনগণ পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেন আরিফ মোল্লা, সামসুদ্দিন তুহিন, আমান খান, তাইজুল ইসলাম মোল্লা, জফল ঢালী।