ক্রীড়া ডেস্ক
নেতৃত্বে থাকার সময়ে বেশি ম্যাচ উইনার তৈরি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এমনই দাবি করেছেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তার মতে, নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময়ে রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো ম্যাচ উইনারদের বিরাট কোহালির হাতে দিয়ে গিয়েছেন ধোনি। কোহালির উত্থান ধোনির নেতৃত্বের সময়তেই। এখন কোহালি-রোহিত-বুমরাই ভারতকে ম্যাচ জেতাচ্ছেন। সৌরভের কৃতিত্ব অনেক বেশি বলে মনে করেন গম্ভীর। অপেক্ষাকৃত তরুণ একটা দলকে নিজের হাতে তৈরি করেছিলেন মহারাজ। হরভজন সিংহ, যুবরাজ সিংহ, জাহির খান, বীরেন্দ্র সহবাগের মতো ম্যাচ উইনারদের তুলে ধরেছিলেন। ধোনির শুরুও সৌরভের সময়েই। গম্ভীর বলছেন, ‘ধোনি যখন নেতৃত্ব ছেড়ে দিল, তখন যথেষ্ট সংখ্যক কোয়ালিটি প্লেয়ার বিরাটের হাতে তুলে দিতে পারেনি। অন্য দিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় যুবরাজ সিংহ, জাহির খান, বীরেন্দ্র সহবাগদের মতো ম্যাচ উইনারদের তৈরি করে দিয়ে গিয়েছে।’ এর আগেও একাধিকবার ক্যাপ্টেন ধোনির বিরুদ্ধে মুখ খুলেছিলেন গম্ভীর। দিন কয়েক আগেই বলেছিলেন, ধোনি ভাগ্যবান ক্যাপ্টেন। এ বার বললেন, যথেষ্ট সংখ্যক ম্যাচ উইনার দিয়ে যেতে পারেননি ধোনি।
ধোনির চেয়ে ম্যাচ উইনার বেশি তৈরি করেছেন সৌরভ
আগের পোস্ট